| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল ইসরাইলের বিষ দাঁত ভেঙ্গে দিতে জিহাদে ঝাঁপিয়ে পড়তে হবে : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী


ইসরাইলের বিষ দাঁত ভেঙ্গে দিতে জিহাদে ঝাঁপিয়ে পড়তে হবে : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী


রহমত নিউজ     01 October, 2024     07:07 PM    


লেবাননের উপর ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ।  

মঙ্গলবার (১ অক্টোবর) চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ খেলাফত আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় নেতৃবৃন্দ এ প্রতিবাদ জানান।

সভায় খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন,  ইসরাইলী হায়ানাদের হিংস্রতার ছোবলে ফিলিস্তিনের পর এবার লেবানন ক্ষতবিক্ষত। তারা ইসলাম ও মুসলমানদের নাম পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে চায়।  সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে ইহুদী-নাসারাদের মুকাবেলা করতে হবে। তিনি  অবিলম্বে লেবাননের মুসলমানদের উপর ইসরাইলি হামলা বন্ধের দাবি জানান। অন্যথায় সারা বিশ্বের তৌহিদী জনতা  ইসরাইলের বিরুদ্ধে জিহাদে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হবে।

খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন,  ইঙ্গ-মার্কিনীদের অপপরাষ্ট্রনীতির অবৈধ সন্তান ইসরাইল পৃথিবীতে অশান্তির আগুন জালিয়ে রেখেছে। এ অবস্থানের অবসানে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ জিহাদের কোন বিকল্প নাই। 

সংগঠনের যুগ্ম-মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী  বলেন, সন্ত্রাসী ইসরাইলী বর্বরতার মোকাবেলা করতে ব্যর্থ হলে মুসলিম বিশ্বকে চরম মূল্য দিতে হবে। 

সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মহিউদ্দিন বলেন, আজ যখন ইহুদি- খ্রিস্টানদের আক্রমণে বিভিন্ন দেশে মুসলমানদের রক্ত জড়ছে মুসলমানদের দুশমন জাতিসঙ্ঘ নিরব। যদি অবিলম্বে লেবাননের উপর ইসরাইলি হামলা বন্ধ না করে তাহলে আপামর জনসাধারনকে সাথে নিয়ে জাতি সঙ্ঘ কার্যালয় ঘেরাও কর্মসূচী ঘোষণা করা হবে। 

সভাপতির ভাষণে মাওলানা মীর ইদ্রিস বলেন, সকল বেঈমান গোষ্ঠি ঐক্যবদ্ধ হয়ে মুসলিম নিধনের পায়তারা করছে। এখন সময় এসেছে সারা দুনিয়ার মুসলমানগণ ঐক্যবদ্ধ হয়ে তাদের জবাব দেয়া।

চট্টগ্রাম উত্তর জেলা আহবায়ক মাওলানা মীর ইদ্রিসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াযী। বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, কেন্দ্রীয় উপদেষ্টা মুফতী আবদুল আজিজ ও জেলা সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর মেহেদী  প্রমূখ।